দুর্গাপুরে প্রধান শিক্ষকের বদলি ঠেকাতে মানববন্ধন
শফিকুল আলম শাহীন : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুল কাদেরের বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট অভিযোগের প্রতিবাদে ও বিদ্যালয় থেকে তার অন্যত্র বদলি ঠেকাতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক, ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে উপজেলার বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঝানজাইল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এর আগে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ, ঝানজাইল কারিগরি কলেজ, ঝানজাইল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ, ঝানজাইল উচ্চ বিদ্যালয়, ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়,অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল করে শত-শত মানুষ সড়ক অবরোধ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পূর্বধলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, কাকৈরগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর নূর মোহাম্মদ, ঝানজাইল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ ফারুক খান, এন ভাউরতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, যুবদল নেতা ইউসুফ খান, ব্যবসায়ী শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নেতা খালিদ হাসান লিমন, মেহেদি হাসান, ইমন হাসান, এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে হেপি আক্তার, রাশিদা আক্তার, তামান্না আক্তার, শিরিন আক্তারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।এ সময় বক্তারা জানান, ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুল কাদের নেত্রকোনা জেলার মধ্যে একাধিকবার প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছেন ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাশেদা মমতাজ সেবা।
বিষয়টি তদন্তের মাধ্যমে প্রধান শিক্ষক বজলুল কাদের দোষী প্রমাণিত না হলেও পরস্পর শুনতে পারছি ওই শিক্ষিকার পাশাপাশি প্রধান শিক্ষককেও বদলি করা হচ্ছে। প্রধান শিক্ষক বজলুল কাদেরের বদলি হলে আমরা কেউ মেনে নিবো না।, ‘যদি দাবী না মেনে নেওয়া হয় তাহলে লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা করবো।,